অনেক
বছর পরের কথা। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের সেনারাই
বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে। ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো
এভাবে চলতে চলতেই বাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো। তাদের মধ্য থেকে
একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল,: ' ওই তদের মধ্যে জন কে রে? '
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়ে এসে বলল, ' আমি জন! ' বাংলাদেশিরা তাকে
গুলি করে মেরে ফেলল। তারপর আবার ডাক দিলো, ' ওই স্মিথ আছস? ' আরেকজন
আমেরিকান জবাব দিল, ' আছি 'তাকেও গুলি করে মেরে ফেলা হলো।
এবার
আমেরিকানরা চিন্তায় পরে গেলো। তারা ভেবে দেখল বাংলাদেশিদের সাথে বুদ্ধিতে
পারা যাবে না। তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে।
এবার এক আমেরিকানসেনা চেচিয়ে উঠল, ' ওই মোখলেস আছস নাকি? '
বাংলাদেশি
সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো।
পাল্টা চেচিয়ে বলল, ' ওই মোখলেস রে ডাকসে কেডা রে?!' আমেরিকানটি বেরিয়ে
এসে বলল, ' আমি ডাকসি !! ' তাকেও গুলি করে মেরে ফেলা হলো!!! :P
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন