রাজধানীতে দুপুরে এক ফ্লাট বাসায় কেউ নেই। এক ভদ্র
মহিলা কাপড় চোপড় খুলে গোসল করছেন।
এমন সময় বাসার কলিং বেল বাজল।
মহিলা ভাবলো, এমন দুপুর বেলায় কারও আসার কথা নয়। নিশ্চয় ফকির এসেছে।
এমন সময় বাসার কলিং বেল বাজল।
মহিলা ভাবলো, এমন দুপুর বেলায় কারও আসার কথা নয়। নিশ্চয় ফকির এসেছে।
শরীর ভিজিয়েছি আবার কাপড় পড়বো? আচ্ছা কাপড় ছাড়াই
লুকিং গ্লাস দিয়ে দেখি কে?যদি ফকির হয় তাহলে ভিতর থেকেই না করে দিবো ভিক্ষা দেওয়া যাবে না।
মহিলা দরজার ফুটা দিয়ে দেখেন, ফকির নয়, এসেছে পাশের বাসার অন্ধ ছেলে রাজু। মহিলা ভাবলেন, কাপড় গায়ে নেই, অন্ধ রাজুর সাথে দরজা খুলে কথা বললেও সমস্যা কি? ও তো আর দেখবে না আমি ল্যাংটা।
দরজা খুলে- মহিলাঃ কি ব্যাপার রাজু তুমি এই দুপুর বেলায়, আবার তোমার
হাতে মিষ্টিও দেখছি?
ভিতরে আস।
অন্ধ রাজুঃ জী খালাম্মা, এই মিষ্টিগুলো রাখেন,
আম্মা পাঠিয়েছে।
মহিলাঃ কি কারনে মিষ্টি রাজু?
অন্ধ রাজুঃ
>
>
>
>
>
>
> "খালাম্মা আমি আজ সকাল থেকে দেখতে পাচ্ছি।
লুকিং গ্লাস দিয়ে দেখি কে?যদি ফকির হয় তাহলে ভিতর থেকেই না করে দিবো ভিক্ষা দেওয়া যাবে না।
মহিলা দরজার ফুটা দিয়ে দেখেন, ফকির নয়, এসেছে পাশের বাসার অন্ধ ছেলে রাজু। মহিলা ভাবলেন, কাপড় গায়ে নেই, অন্ধ রাজুর সাথে দরজা খুলে কথা বললেও সমস্যা কি? ও তো আর দেখবে না আমি ল্যাংটা।
দরজা খুলে- মহিলাঃ কি ব্যাপার রাজু তুমি এই দুপুর বেলায়, আবার তোমার
হাতে মিষ্টিও দেখছি?
ভিতরে আস।
অন্ধ রাজুঃ জী খালাম্মা, এই মিষ্টিগুলো রাখেন,
আম্মা পাঠিয়েছে।
মহিলাঃ কি কারনে মিষ্টি রাজু?
অন্ধ রাজুঃ
>
>
>
>
>
>
> "খালাম্মা আমি আজ সকাল থেকে দেখতে পাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন