মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ভায়াগ্রা সেবন

একবার এক
বনে কারা যেন
ভায়াগ্রা ছড়িয়ে গিয়েছিল।
সেই
ভায়াগ্রা সেবন
করে সকল পুরুষ প্রানীর

যৌন কামনা ছিল তুঙ্গে।

----------------------
তারা সারাদিন তাদের নারী সঙ্গিনীদের সাথে যৌন খেলায় মত্ত থাকত।

এক পর্যায়ে সঙ্গিনীরা বিরক্ত হয়ে বনের রাজা সিংহের কাছে বিচার দেয়।

সিংহ মশাই গবেষনা করে দেখেন যে ভায়াগ্রার প্রভাব

কমতে আরো এক বছর

লাগবে। তাই তিনি সকল প্রানীকে তাদের ওটা কেটে জমা দিতে বলেন

এবং একটা করে টোকেন দেন।কথা দেন এক বছর পর টোকেন মিলিয়ে

সবার জিনিষ

সবাইকে ফেরত দিবেন। অন্য সব প্রানীর মত বানর ও মন খারাপ করে তার

ওটা জমা দিয়ে আসে। বাসায় এসে দেখে যে তার স্ত্রী খুশিতে বাগবাকুম।

বানরের স্ত্রীঃ হাহা এখন কি করবা? আগেই বলেছিলাম......

বানরঃ বেশী হাইসো না। একবছর পর টের পাইবা।

বানরের স্ত্রীঃ কেন?? একবছর পর কি হবে?? বানরঃ জমা তো দিয়ে আসছি

আমার টা, টোকেন আনছি ঘোড়ার টা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন